সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গণহত্যা করার অভিযোগে হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের বার এসোসিয়েশন ভবনের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলা বারের সমমনা আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাড. শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাড. নেকবর হোসেন মনি, অ্যাড. এম এ গফুর, অ্যাড. কে এ বারী, অ্যাড. এ বি এম সাত্তার, জেলা যুবদলের নেতা অ্যাড রাজীবসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ