হাসিনা সরকারের গণহত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপি শহরের এনএস রোডে নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এই অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির সরকার ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিমুল হাসান অপুসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা শেখ হাসিনার সমালোচনা করে বলেন, তিনি মানুষকে মানুষ মনে করতেন না। তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন। বলেন, তারেক রহমান বীরের বেশে দেশে আসবেন। আমরা তাকে বরণ করতে প্রস্তুত।
এর আগে কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে বড় বাজার পর্যন্ত মিছিল করে নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/এএ