ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে মাগুরা জেলা বিএনপি’র উদ্যোগে অবস্থান কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে একটি মিছিল শহরের নোমানী ময়দানে গিয়ে পথসভা করে। জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হেসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে দেশব্যাপী ছাত্র-জনতা হত্যার প্রতিবাদে মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ভায়নার মোড়ে গিয়ে সমবেত হয়। ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরার সমন্বয়ক শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/একেএ