গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিলিল করেছে যুবদল। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে যুবদলের বিশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দেয়।
যুবদলের মিছিল শুরুর আগে শহরের নুর মসজিদ মোড়ে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুবদল নেতা মো. জাহাঙ্গির হোসেন, রাশেদ কামাল প্রমুখ।
পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে নির্বিচারে গণহত্যার নির্দেশদাতা স্বৈরাচার শেখ হাসিনাসহ তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবি করা হয়।
বিডি প্রতিদিন/এএ