ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে রংপুর জেলা ও মাহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূিচতে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহাফুজ উন নবী ডন, রংপুর মাহনগর কৃষক দরের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম মিজু, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম, জেলা শ্রমিক দলের নেতা তাজুল ইসলাম হারুন, আসাদুজ্জামান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল