ফেনী থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. রুবেল নামে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাহার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহরের রামপুরস্থ শাহীন একাডেমি এলাকায় লুট হওয়া অস্ত্র বিক্রির জন্য সে দর কষাকষি করছিল। এ সময় পুলিশ তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। আইনি পক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত