চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সকালে বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফয়সাল কমপ্লেক্সের সামনে অবস্থান গ্রহণ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, আমরা দেশের এহেন পরিস্থিতিতে শুরু থেকেই দিনব্যাপী সাধারণ মানুষকে সম্পৃক্ত করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল কার্যক্রম চালিয়ে যাবো। যাতে করে দুষ্কৃতকারীরা দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।
ইতোমধ্যে আমরা শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি বাজার মনিটরিং, শহর পরিচ্ছন্নতা অভিযান ও দেয়ালে দেয়ালে গ্রাফিতি অংকনের মত সামাজিক কার্যক্রমেও অংশ নিয়েছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ