গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, ইসমাইল হোসেন মধু ও এডভোকেট শরীফুল ইসলাম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ও হানিফ উদ্দিন আহমেদ রনক, জেলা শ্রমিক দলের সভাপতি সালাহউদ্দিন আহমেদ বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা কবিতা ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন ও সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন ও সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া। এর আগে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিডি প্রতিদিন/এএ