কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল, পথসভা ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন।
পথসভায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর রহমান আলম, সদস্য কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ ও গিয়াস উদ্দিন তালুকদার বক্তৃতা করেন।
এছাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, অধ্যাপক শহিদুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান পথসভায় বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/এএ