শেখ হাসিনা সরকারের গুম ও খুনের বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে পটুয়াখালী দুমকিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুমকি উপজেলা শাখার আহবায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও সদস্য সচিব মো. রিপন শরিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি দুমকি নতুন বাজার এবং লেবুখালী বিভিন্ন স্থানে সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেয়। এ সময় পথসভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে যে গুম ও খুন হয়েছে সে সমস্ত হত্যার বিচার করতে হবে। এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে তার সর্বোচ্চ সাজা দিতে হবে।
বিডি প্রতিদিন/এএ