কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে তাদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল কাপাসিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, কাপাসিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো: আজগর হোসেন খান, বিএনপি নেতা আফজাল হোসাইন, এফ এম কামাল হোসেন প্রমুখ।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শহীদদের স্মরণে কাপাসিয়ার তাজউদ্দীন চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করে। পরে একটি বিক্ষোভ মিছিল কাপাসিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/এএম