ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কংসপুট্রি গ্রামের পুলিশ সদস্যে কামরুল হাসান (২৩) গত দুই দিন আগে নিখোঁজ হন। শুক্রবার বাড়ির পাশে জমে থাকা পানিতে বস্তাবন্দি অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে ধামরাই থানা পুলিশ তা উদ্ধার করে। নিহত কামরুল ইসলাম ঢাকায় পুলিশের এপিবিএনে কর্মরত ছিলেন।তার বাবার নাম রুস্তম আলী।
স্থানীয়রা জানান, নিহত পুলিশ সদস্যে কামরুল ইসলামের সাথে তার স্ত্রীর সর্ম্পকটা তেমন ভালো ছিল না। মাঝে মধ্যে তাদের পারাবারিক বিরোধ হতো। হঠাৎ করেই পুলিশ সদস্যে নিজ বাড়িতে এসে নিখোঁজ হন। পরিবারের লোকজন তাকে সম্ভাব্য স্থানে খোঁজে। কিন্তু পাননি। শুক্রবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে জমে থাকা নোংরা পানিতে বস্তাবন্ধি মরদেহ দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশে খবর দেন। পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে যান।
নিহতের পরিবারের লোকজন জানান, কামরুলের স্ত্রীই ভাড়াটিয়া লোকজন দিয়ে তাকে খুন করাতে পারে। এলাকাবাসী তার স্ত্রীকে আটক করেছে বলে জানান তারা।
ধামরাই থানার এস আই নাছির উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম