রাজবাড়ীতে গহন থিয়েটারের উদ্যোগে নাট্যজন সেলিম আল দিনের জন্মজয়ন্তী ও কোটা আন্দোলনে যে সকল নিরীহ শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে বৃক্ষরোপণের পাশাপাশি শহিদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত শহিদ মিনার পরিষ্কার করেন থিয়েটারের সদস্যরা। এরপর কোটা সংষ্কার আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করা হয়। গহন থিয়েটারের পরিচালক অনুপ কুমার ঘোষের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে ফরিদপুর বাংলা থিয়েটারের সভাপতি ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী আনিসুর রহমান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, মুক্ত আনন্দের প্রতিষ্ঠাতা অজয় দাস তালুকদার, আমরাকজনা থিয়েটারের সহ সভাপতি সঞ্জয় ভৌমিক, সদস্য সিনান আহমেদ শুভসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ীতে গহন থিয়েটারের উদ্যোগ জেলায় বিভন্ন স্থানে ২০০টি ফলদ, বনজ ও ওষুধি গাছ রোপণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ