ময়মনসিংহের ফুলপুরে কৃষক সাইফুল ইসলাম (৩৫) হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ আলী ওই মামলা দায়ের করেন।
মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক এমপি শরীফ আহমেদ, সদ্য অপসারিত ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, অপসারিত সাবেক মেয়র মি. শশধর সেন ও যুবলীগ নেতা বাদশা আলমগীরসহ ৬৭ জনের নামে ও অজ্ঞাত আড়াইশ থেকে তিনশ জনকে আসামি করা হয়।
বিডি প্রতিদিন/এএ