সিলেটের বিশ্বনাথে ব্যবসায়ী মনিরুজ্জামান লিলু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় বৈরাগীবাজারে বণিক কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বৈরাগী বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনোহর আলী মনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও সংগঠক ফিরোজ আলীর যৌথ পরিচালনায় মানবন্ধনে বক্তারা বলেন, বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও বাজারের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন লিলু মিয়া। তিনি অত্যান্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। ঘাতকরা তার বসতঘরের পাশেই তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা খুনিদের দ্রুত গ্রেফতার দেখতে চাই। আমরা এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবী করছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফখর উদ্দিন মাস্টার, ইউনিয়ন পরিষদের মেম্বার গোলাম হোসেন, আয়াজ আলী, আফিজ আলী, সমাজকর্মী আনিসুজ্জামান খান, সৈয়দ লোকমান হোসেন, আব্দুর রশিদ ইউসুফ, অরবিন্দু দাশ, শরিফ উদ্দিন মাষ্টার, হাফিজ ছাদ উদ্দিন মাষ্টার, আজাদ নুর, আলীম উদ্দিন মাস্টার, ইসলাম উদ্দিন, আব্দুল গণি, আবুল কাহার, সৈয়দ আশরাফ ও আমিনুর রহমান।
এছাড়াও মানববন্ধনে নিহত মনিরুজামান লিলুর নিজ গ্রাম নওধারসহ এলাকার কয়েকটি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী ও আশপাশের বেশ কয়েকটি গ্রামের বিপুল সংখ্যাক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ