বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, সাবেক দুই উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও আরও ৫০০/৭০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।
সোমবার রাতে সোলায়মান আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডল, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, চৌহালী উপজেলার সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিন, বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, বেলকুচি সদর ইউপি চেয়ারম্যান মির্জা সোলায়মানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা রয়েছেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ জানান, কলেজ ছাত্র শিহাব হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মমিন মন্ডলসহ ৩৩ জনের নাম উল্লেখ করে সোলয়ামান হোসেন নামে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই