বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আব্দুল্লাহ আল আবিরের পরিবারের পাশে দাঁড়ালেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজ বুধবার নগরীর গোড়াচাঁদ দাস রোডে বাসায় গিয়ে পরিবারকে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তিনি।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন শহিদ আব্দুল্লাহ আল আবিরের বাবা মিজানুর রহমানের সাথে কথা বলেন।
রাজধানীর বেসরকারী নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি করা আবির গত ১৯ জুলাই কর্মস্থলে যাওয়ার পথে বারিধারা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন। ২০ জুলাই সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।আর্থিক সহায়তা দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেছেন, গত জুলাই - আগস্টের ছাত্র আন্দোলনে শহীদ সকল পরিবারের পাশে দাঁড়াবে সরকার। বরিশালে ৩০ জন শহীদের তালিকা করা হয়েছে। তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আমি সকলের কাছে যাবো এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সহায়তার চেষ্টা করবো। এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, সহকারী কমিশনার মো. আবু জাফর মজুমদার ও বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজমুল