ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে পঞ্চায়ার্ধো ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বারবাজার হাইওয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোন এক সময় গাড়ির ধাক্কায় সে নিহত হয়েছে। তবে মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে কালীগঞ্জ থানার ওসি আবু আজীফ।
বিডি প্রতিদিন/এএম