মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের ভারতীয় সীন্তবর্তী মাঠের ১৬ নং এস পিলারের কাছ থেকে এক মালয়েশিয়া ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মিরাজ আলী বুড়িপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে। তবে নিহত পরিবারের দাবি প্রতিপক্ষরা আওলাদকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে।
নিহতর মা সোনাভানু বলেন, নিহত মিরাজ ৬ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটান। এসময় মিরাজের স্ত্রী সাবিনার সাথে আদম ব্যবসায়ী জিয়ার সাথে গোপন সম্পর্ক ছিলো। মিরাজ দেশে ফিরার আগে স্ত্রী সাবিনা কোন কিছু না জানিয়ে জিয়ার সাথে অনত্র চলে যায়। এরপর থেকে জিয়ার সাথে আমাদের দন্ধ চলছিলো। আমার ধারনা আমার ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি কনি মিয়া বলেন, বুড়িপোতা সিমান্ত পিলারের কাছে একটি কাাঠাল গাছে গ্রামবাসী মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসে। তবে পরিবার দাবি করছে তাকে হত্যা করা হয়েছে। নিহতর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম