১০ অক্টোবর, ২০২৪ ২১:২৬

চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

বরিশাল নগরীর কালিজিরা খান মার্কেট এলাকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার স্থানীয় ব্যবসায়ীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

খান মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মজিবর রহমান খান লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক কায়কোবাদ, ব্যবসায়ী মাহমুদুল হাসান, পলাশ হাওলাদার ও শামীম খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিআইডব্লিটিএ-এর কাছ থেকে কালিজিরা খালের ভুয়া ইজারার কাজ দেখিয়ে একটি পক্ষ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। কোনো ব্যবসায়ী চাঁদা দিতে না চাইলে তাঁদের উপর চালানো হয় হামলা।  

অথচ এই খাল বিআইডব্লিটিএ কাউকে ইজারায় দেয়নি। তারপরও অবৈধভাবে ইজারাদার দাবি করে ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায় চলছে। অবিলম্বে এ ঘটনার প্রতিকার দাবি করেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর