মালয়েশিয়ায় চার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির লাশ মুন্সীগঞ্জের রমজানবেগে দাফন করা হয়েছে। রবিবার এই তিন রেমিট্যান্স যোদ্ধাকে শেষ বিদায় জানানো হয়।
নিহতরা হলেন-আলী জব্বার, আবু তাহের ও আব্দুস সালাম। রবিবারই তাদের লাশ দেশে আনার পর রমজানবেগে গ্রামে দাফন করা হয়েছে তাদের। ভাগ্য বদলের আশায় বিদেশে পাড়ি জমানো স্বজনদের হারিয়ে বাড়িতে বাড়িতে চলছে শোকের মাতম।
গত ১০ অক্টোবর মালয়েশিয়ার জোহর রাজ্যের গেলাং পাতার শিল্প এলাকার চারটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হন। পরদিন ১১ অক্টোবর হাসপাতালে মারা যান আলী জব্বার। ১২ অক্টোবর মারা যান আবু তাহের আর ১৩ অক্টোবর মারা যান আব্দুস সালাম। তারা সবাই মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামের সন্তান।
তাহের ও সালাম সম্পর্কে মামা-ভাগ্নে। ভাগ্যের চাকা ঘোরাতে আট বছর আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন আবু তাদের। সাবলম্বী হয়ে দেড় বছর আগে বিয়ে করেছিলন মাত্র। ভাগ্নে সালাম গিয়েছিলেন বছর খানেক আগে। আর ১৮ বছর ধরে মালেশিয়ায় চাকরি করছিলেন তাদের প্রতিবেশী আলী জাব্বার।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, দুর্ঘটনাস্থল মালেশিয়া হওয়ার কারণে সেখানেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়াও তাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রাপ্তির ব্যাপারে কাজ চলছে।
রবিবার সকালে রমজানবেগ গ্রামের মাঠে একসাথে তিনজনের নামাজের জানাজা শেষে গ্রামটির দক্ষিণপাড়া সামাজিক কবরস্থানে তাদের চির নিদ্রায় শায়িত করা হয়। মালয়েশিয়ার পেন্টাচেম (এম) এসডিএন কোম্পানিতে কর্মরত ছিলেন তারা।
বিডি প্রতিদিন/এমআই