জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ করেছে রাঙামাটি বরকল উপজেলা যুবদল। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ, চিকিৎসাসেবা ও এতিমদের উন্নতমানের খাবার দেওয়া হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলার ভূষণছাড়া ইউনিয়নে এরাবুনিয়া বাজার চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরকল উপজেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।
এতে সভাপতিত্ব করেন বরকল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আব্দুল মালেক।
সমাবেশে যুবদলের নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৫ বছর পাহাড় জিম্মি ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে। হামলা, মামলা, খুন, গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এ অঞ্চলের মানুষ। কিন্তু এখন মানুষ গণতান্ত্রিক স্বাধীনতা ফিরে পেয়েছে। তাই পাহাড়ের মানুষ এখন প্রতিবাদমুখর।
নিরপেক্ষ নির্বাচন দিয়ে মানুষের গণতান্ত্রিক মূল্যবোধের দ্বার উন্মোচনের আহ্বান জানান তারা।
পরে পাহাড়ের এতিমদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু সাদ্দাৎ সায়েম, বরকল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. পান্না মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. নজুরল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ইই