নিষেধাজ্ঞা শেষে রবিবার মধ্যরাত থেকে সাগরসহ অভ্যন্তরীন নদ-নদীতে ইলিশ শিকার শুরু করেছে জেলেরা। ইলিশ মাছের প্রজনন নিশ্চিত করতে গত ১৩ অক্টোবর থেকে সাগর মোহনা ও নদ-নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয়া হয়। এ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ২১ দিনে ৬৩০ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও জরিমানার মাধ্যমে আদায় করা হয়েছে ৩০ লাখ ৩১ হাজার ছয়শত টাকা।
বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে তিন হাজার ২১২টি অভিযান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে এক হাজারটি। মামলা করা হয়েছে এক হাজার ৪৯ টি। উদ্ধার করা হয়েছে ১৭ হাজার ৭৬১ কেজি ইলিশ মাছ। এসব মাছ বিভিন্ন এতিমখানা, বৃদ্ধাশ্রম ও দুস্থদের মাছে বিতরন করা হয়েছে।
এছাড়াও উদ্ধার করা এক কোটি তিন লাখ ২৭ হাজার ২০০ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আটক করা নৌকাসহ সরঞ্জামাদি নিলামে বিক্রি করে ৬ লাখ ৭১ হাজার ৪০০ টাকা।
বিডি প্রতিদিন/এএম