মেঘনা ও ইলিশা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে বরিশালের মেহেন্দিগঞ্জে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে মেহেন্দিগঞ্জের চাঁদপুর ইউনিয়নের শুকনাকাটি গ্রামে মানববন্ধন করা হয়। মানববন্ধনে ওই এলাকার বাসিন্দা নৌ ও পাট-বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেনের ছোট ভাই হেমায়েত উদ্দিন সোহরাব, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশলী মাহেব হোসেনসহ হাজারো মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফজরগঞ্জ নতুন লঞ্চ ঘাট থেকে সাদেকপুর লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার মেঘনা ও ইলিশা নদীতে বিলীন হয়ে গেছে। প্রতিবছরই গ্রামের অনেক কৃষি জমি, সুপারি বাগান থেকে শুরু করে ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। ভাঙন থেকে বাদ যায়নি মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। তাই নদীভাঙন থেকে রক্ষায় টেকসই উন্নয়ন প্রকল্পের দাবি জানানো হয়েছে। মানববন্ধন শেষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবরে লিখিত আবেদন দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ