কুমিল্লার মনোহরগঞ্জে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে খিলা আজিজ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের উপর হামলার অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমেদ।
অভিযোগকারী প্রধান শিক্ষক জানান, মঙ্গলবার বেলা ১১টায় তিনি শিক্ষকদের নিয়ে বিদ্যালয়ে পাঠদান সংক্রান্ত মতবিনিময় সভা করছিলেন। এ সময় স্থানীয় মোজাম্মেল হক মন্টুসহ অজ্ঞাতনামা ৮/৯ জনের একটি দল বিদ্যালয়ের শিক্ষকদের অফিসকক্ষে প্রবেশ করে আমার উপর অতর্কিত হামলা করে এবং এলোপাতাড়ি কিলঘুষি মেরে আমাকে আহত করে। এ সময় অন্য শিক্ষকরা এগিয়ে আসলে তারাও হামলার শিকার হন।
তিনি আরও জানান, হামলার ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করার কথাও জানান তিনি।
মনোহরগঞ্জ থানা ওসি বিপুল চন্দ্র দে এ ঘটনায় একটি অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলামের সাথে কথা হলে তিনি জানান, প্রধান শিক্ষক বিষয়টি অবগত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই