নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) হত্যার ঘটনার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা মো. শহিদুল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলো মো. ওসমান (১৬) ও মো. আব্দুল (১৫)। রবিবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।
পুলিশ জানায়, রবিবার সকালে কিশোর ইয়াছিন হত্যার ঘটনায় জড়িত মো. ওসমান ও মো. আব্দুলকে গোদনাইলের এনায়েতনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিহত কিশোর ইয়াছিন হত্যার ঘটনায় নিহতে পিতা মো. শহিদুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ ৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, শনিবার রাত সাড়ে ১১টায় একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হয় কিশোর ইয়াছিন। এ ঘটনায় রবিবার সকালে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যার ঘটনায় মামলা নেয়া হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার আদালতে পাঠানো হবে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, এ হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এহাজার নামীয় আরো তিন আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ