ফরিদপুরের মধুখালীতে গৃহবধু শিলা খাতুন হত্যা মামলায় স্বামী নুর আলম ওরফে হুমায়ুন কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়।
বুধবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবি গোলাম রব্বানী রতন জানান, মধুখালী উপজেলার ছোট গোপালদি গ্রামের শহিদ শেখের ছেলে নুর আলমের সাথে একই উপজেলার দয়ারামপুর গ্রামের জনৈক কুতুবউদ্দিন মোল্যার মেয়ে শিলা খাতুনের ২০১৩ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য শিলাকে নানা নির্যাতন করতো নুর আলম। এ নিয়ে শুরু পারিবারিক কলহ। মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফা যৌতুক দেওয়া হয় নুর আলমকে। ২০১৮ সালের ২৪ অক্টোবর যৌতুকের দাবীতে ফের নির্যাতন শুরু করে শিলার উপর। এক পর্যায়ে ঐ রাতে শিলাকে নির্যাতন করে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। এ ঘটনার শিলার পিতা কুতুবউদ্দিন মোল্যা মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী শেষে বুধবার এ রায় ঘোষনা করা হয়।
বিডি প্রতিদিন/এএম