"জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ তিন দিনব্যাপী শুরু হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের মিলানায়তনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বেলুন উড়িয়ে ফিতা কেটে উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আমাদের নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ একদিকে যেমন বেকারত্ব দূরী করবে অন্যদিকে দেশের উন্নয়ন ঘটবে। একই সাথে শিক্ষার্থীদের শুধু দেশে নয় বৈশ্বিক পরিবর্তনের কথা ভাবার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ নেয় খাগড়াছড়ি ৯টি উপজেলার ১১টি স্কুল ও কলেজ। এতে প্রায় অর্ধশত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনীতে স্হান পায় । শেষে জেলা প্রশাসক সহ অতিথিরা বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীদের অংশ নেয়া প্রজেক্ট গুলো পরিদর্শন করেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি এনএসআই যুগ্ম-পরিচালক নাসির মাহমুদ গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ পুলক বরণ চাকমা,খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম খাগড়াছড়ি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অধ্যক্ষ নারায়ন চন্দ্র খাঁ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সহ বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলাটি আগামী ১৬ মে পর্যন্ত চলবে।
বিডি প্রতিদিন/এএম