মৌসুমী প্রভাবে খাগড়াছড়িতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে খাগড়াছড়ি -লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল।
মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষে মেরুং বাজারের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩টি পরিবার আশ্রয় নেয়। এদিকে খাগড়াছড়ি পৌর শহরেশালবন, কুমিল্লাটিলা, সবুজবাগ বিভিন্ন এলাকায় ঝুকি নিয়ে বসবাস করছে স্থানীয়রা।
পাহাড় ধসের শঙ্কায় রয়েছে সাড়ে তিন হাজার পরিবার। টানা বৃষ্টিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসন।
খাগড়াছড়ি জেলা সদরে চারটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেছে জেলা প্রশাসক। একইভাবে আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল