টানা বর্ষণে হাটু পানিতে তলিয়ে গেছে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের বিভিন্ন এলাকা। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দেশের বৃহৎ এই কাস্টমস ও বন্দরে।
গতকাল এবং সারা রাতের প্রবল বৃষ্টিতে বন্দর ও কাস্টমস হাউজের আবাসিক এলাকাসহ হাউজে প্রবেশের বিভিন্ন পথ একহাটু পানিতে ডুবে যায়। বন্দরের বিভিন্ন গুদামের সামনে জমে রয়েছে পানি।
মঙ্গলবার সকালে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কাস্টমস হাউসের প্রবেশ মুখ থেকে শুরু করে কাস্টমস হাউসের মূল অফিস রোড, এন্টি শাখা ও আবাসিক এলাকা হাটু পানিতে তলিয়ে গেছে। বন্দর ৯ থেকে ১৬ নম্বর গোডাউন এলাকায় পানি জমে পণ্য খালাসে প্রতিবদ্ধকতা সৃষ্টি হচ্ছে। কাস্টমস কর্তৃপক্ষ ৪টি পানির পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি জমে কাস্টমস ও বন্দর এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে বেনাপোল কাস্টমস হাউস পরিদর্শন করেন বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবির তরফদার। তিনি বলেন, সারারাত ধরে বন্দরের পানি নিষ্কাশনের জন্য বন্দরের বিভিন্ন স্থানে পাম্প বসানো হয়েছে।
তিনি আরো বলেন, রেল কর্তৃপক্ষ বন্দরের পাশ দিয়ে নতুন রেল রাস্তা নির্মাণ করতে কালভার্ট না রেখে মাটি ভরাট করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। যে কারণে বৃষ্টির পানিতে বন্দর ও কাস্টমস জুড়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। তবে দ্রুত এ অবস্থা কাটিয়ে তুলতে পার্শ্ববর্তী হাওড়ে সঙ্গে বন্দরের ড্রেন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল