জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন, মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪০) ও একই এলাকার জোনাব আলীর ছেলে জদু মিয়া (৩৫)।
মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া জামে মসজিদের সেপটিক ট্যাংকের কাজ কিছুদিন আগেই শেষ হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে সদ্য নির্মাণ করা সেপটিক ট্যাংকের কাজের তদারকি করতে যান দুই নির্মাণ শ্রমিক মোশারফ হোসেন ও জদু মিয়া। প্রথমে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন মোশারফ হোসেন। মোশারফের কোনো সাড়াশব্দ না পেয়ে জদু মিয়াও ভেতরে নামেন। অনেক সময় যাওয়ার পরেও তারা দুজনই সেপটিক ট্যাংক থেকে বের না হলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ওই দুজনকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দলনেতা রইচ উদ্দিন জানান, মসজিদের সেপটিক ট্যাংকের ভেতরে নেমে দুইজন নিখোঁজ হয়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদ্ধ জায়গায় বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সালেহ মাহাদী জানান, দুজন নির্মাণ শ্রমিককে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার অনেক আগেই তারা দুজন মারা গেছেন।
বিডি প্রতিদিন/কেএ