মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মথুরাপুর বিওপির অধীনস্থ ১৪১ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে এ পুশইন ঘটনার সূত্রপাত ঘটে।
বিজিবি সূত্রে ও পুশইন হওয়া ব্যক্তিরা জানান, পুশইন হওয়া ব্যক্তিরা মূলত ঠাকুরগাঁও, নড়াইল, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তারা বৈধ কাগজপত্র ছাড়াই লালমনিরহাট পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে শিলিগুড়ি হয়ে হরিয়ানা প্রদেশে পাড়ি জমিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে শিলিগুড়ি কারাগারে রাখে। সাজার মেয়াদ শেষ হওয়ায় ভারতের খড়কাবাহাদুর ক্যাম্প থেকে তাদের বিএসএফ কাজিপুর সীমান্তে এনে বাংলাদেশে পুশইন করে।
পরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের বিভিন্ন ক্যাম্পে আটক করে। এর মধ্যে কাজিপুর ক্যাম্পে ৯ জন, শেওড়াতলা ক্যাম্পে ৩ জন এবং মথুরাপুর ক্যাম্পে ছয়জনকে হেফাজতে নেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন-ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙির ইকরামুল ইসলাম (৫৫), হাসিরুল (২৮), শাহ আলম (১৮), জাকির আলী (২৫), উছিরুল (২৮), ফাতেমা (৪০), সোহেল (৩২), আ. কাদের (৩০), নড়াইল জেলার মহাসিন শেখ (৩১), টুটুল মন্ডল (৫৫), বরকত শেখ (২২), যশোর জেলার তুহিন শেখ (২৬), ময়না (২২), খুলনা জেলার লতা (২৪) ও নারায়ণগঞ্জ জেলার তানিয়া খাতুন (২৮)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এসব ব্যক্তিকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই