ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের একটি সরকারি ঘর থেকে নাসিমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। নাসিমা একই প্রকল্পের বাসিন্দা কাইয়ুম মাতুব্বরের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নাসিমা বেগম শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার ঘটনা ঘটে। এরপর রাতেই নাসিমা শ্বাসকষ্টে মারা গেছেন বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে।
তবে এ মৃত্যুকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। নিহতের ছোট ভাই আবুল হাসান শরীফ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন, তার বোনকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাসিমার স্বামী কাইয়ুম মাতুব্বর দাবি করেছেন, তার স্ত্রী শ্বাসকষ্টে মারা গেছেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবার বলছে শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে, তবে তাদের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। কেউ কেউ দাবি করছেন, নাসিমাকে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
বিডি প্রতিদিন/জামশেদ