রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মির্জাপুর (ভবানীপুর) গ্রামে প্রবাসীর স্ত্রী আসমা বেগম (৪২) হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল একই গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে শাহিনুর ইসলাম (৪০) ও তার পুত্র বেলাল হোসেনকে (২২) গ্রেফতার করে।
জানা গেছে, গত ৩১ জুলাই দিবাগত রাতে নিজ বাড়িতে খুন হন প্রবাসী সাজু মিয়ার স্ত্রী আসমা বেগম। ঘটনার পরদিন নিহতের মেয়ে স্বপ্না বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। গ্রেফতারকৃতদের সাথে নিহতের পরিবারের বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়।
পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল