রংপুরে পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, গঙ্গাচড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আব্দুল মোত্তালেব (৪৫) ও মিঠাপুকুর মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান (৬৫)। বৃহস্পতিবার দিবাগত রাতে মিঠাপুকুর ওগঙ্গাচড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গঙ্গাচড়া থানাপাড়ার মোস্তফা কামালের ছেলে মোত্তালেবকেবৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে একই দিনে মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর রশনিপাড়ার নুর হোসেনের ছেলে আতিয়ার রহমানকে গ্রেফতার করে পুলিশ। উভয়কে রাষ্ট্রের ক্ষতিকর কার্য থেকে বিরত রাখার উদ্দেশ্যে আটকাদেশ মূলে গ্রেফতার করে বিধি মোতাবেক জেল হাজতে পাঠানো হয়েছে।
রংপুরে অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, গণঅভ্যূত্থানে ছাত্র-জনতার উপর হামলা,
হত্যাকান্ডের মামলায় আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এছাড়া রংপুর
জেলায় যেন অপরাধ সংগঠিত না হয় সেলক্ষ্যে পুলিশ মাঠে কাজ করছে।
বিডি প্রতিদিন/এএ