চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. আবদুল্লাহ আল আহাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কানুনগোপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আহাদ আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের মো.লোকমানের ছেলে। সে আমুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক।
বোয়ালখালী থানার ওসি লুৎফুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আহাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার সন্দিগ্ধ আসামি। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম