রংপুরের কাউনিয়া উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের চাপায় এক মানসিক ভারসাম্যহীন ৬৫ বছর বয়সী বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কুর্শা ইউনিয়নের মহেষা এলাকায় পুরাতন পুলিশ বক্সের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ওসি এসএম শরীফ জানান, রাতের অন্ধকারে রাস্তা পারাপারের সময় রংপুর থেকে আসা একটি ট্রাক বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও কাউনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা লাশটি উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াতেন। স্থানীয়রা তার খাবারের ব্যবস্থা করতেন।
ওসি এসএম শরীফ আরও জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য আতিয়ার রহমান এ ঘটনায় অজ্ঞাত ট্রাক চালকের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল