দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেতে কীটনাশক ছিটানোর সময় ওয়ারেছ আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পালশা ইউনিয়নের ভাতছালা গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওয়ারেছ আলী ভাতছালা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে ওয়ারেছ আলী ধানক্ষেতে কীটনাশক ছিটাতে যান। সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে জমিতে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুপুরের দিকে প্রচণ্ড গরমে জমিতে কাজ করতে গিয়েছিলেন ওয়ারেছ আলী। দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে কোনো একসময় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
বিডি প্রতিদিন/আশিক