নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চোরাই মিশুক রিকশাসহ ব্রাহ্মণবাড়িয়া দুই জনকে গ্রোপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার সদর থানার খালেক আকনের ছেলে রাকিব (২৭) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীগঞ্জ থানার নুরুল ইসলামের মেয়ে মর্জিনা (৩৭)।
এর আগে গত ২২ আগষ্ট সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার সাথী আক্তারের অটো গ্যারেজ থেকে একটি অটো চারটি ব্যাটারি সহ চুরি হয়। এঘটনায় গত ৩ সেপ্টেম্বর সাথী থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত বৃহস্পতিবার রাতে বাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে এবং অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, মিশুক রিকশা চুরির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম