ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২০ কেজি গাঁজাসহ মো. হাসান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বায়েক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউস গ্রামের মইনুল ইসলামের ছেলে। শুক্রবার দুপুর ১২ টার দিকে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বায়েক এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হবে এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বায়েক এলাকায় একটি হোমিও ক্লিনিকের সামনে অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় প্লাষ্টিকের বস্তাসহ হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে প্লাষ্টিকের বস্তা তল্লাসী করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাড়িতে আরো গাঁজা রয়েছে। পরে তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া এলাকায় তার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে খাটের নিচ থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম