কুষ্টিয়ার দৌলতপুরে সৎ ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার শিকার ওই ব্যক্তির নাম জাহিদুল ইসলাম। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার মহির উদ্দিন ভেলু মণ্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, সকালে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে মিহির উদ্দিন ভেলু মণ্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, 'জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।'
বিডি-প্রতিদিন/এমই