১৯ মে, ২০১৯ ১২:৪৯

বিশ্বকাপে ভারতের ২ অস্ত্র কারা, রহস্য ফাঁস করলেন দ্রাবিড়

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে ভারতের ২ অস্ত্র কারা, রহস্য ফাঁস করলেন দ্রাবিড়

ফাইল ছবি

আসন্ন বিশ্বকাপ হতে চলেছে ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য। বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের রান বন্যা অন্তত তেমন কথাই বলছে। কিন্তু হাই-স্কোরিং বিশ্বকাপেও দলে জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদবের মত বোলারের উপস্থিতিতে কোহলি নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন। এমনই মট ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের।

আগামি ৩০ মে টেমসের তীরে শুরু হতে চলা ক্রিকেটের মেগা ইভেন্টে আয়োজক ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পাশাপাশি অন্যতম ফেভারিট হয়েই টুর্নামেন্ট শুরু করবে ভারতীয় দল। যার প্রধান কারণ মিডল ওভারে ভারতীয় দলে উইকেট-টেকিং বোলারদের ভিড়। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দ্রাবিড় জানান, ‘গত বছর ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে এসে যা দেখেছি, তাতে আমার অভিজ্ঞতা বলছে আসন্ন বিশ্বকাপ হতে চলেছে হাই-স্কোরিং। আর সেক্ষেত্রে দলে মিডল ওভারে উইকেট তুলে নেওয়ার মত বোলারের উপস্থিতি বাঞ্ছনীয়। আমার মনে হয় ভারতীয় দল সেদিক থেকে দেখতে গেলে ভাগ্যবান।’

কারণ হিসেবে ২০০৭ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া সাবেক ভারত অধিনায়কের মতে, ‘জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং যুবেন্দ্র চাহালের মত উইকেট শিকারীরা রয়েছে ভারতীয় দলে। মিডল ওভারে গুরুত্বপূর্ণ সময় উইকেট তুলে নেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে তাদের মধ্যে। যা বিপক্ষের রান নিয়ন্ত্রণে সহায়ক হবে।’

পাশাপাশি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাটিতে কোহলিদের সিরিজ হারকে বড় করে করে দেখতে নারাজ দ্রাবিড়। বরং তার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়, পাশাপশি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতেও ওয়ানডে সিরিজে ভারতের জয়কে এগিয়ে রাখছেন তিনি। সাবেক এই তারকা ব্যাটসম্যানের কথায়, ‘গত দু’বছর ধরে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই এই মুহূর্তে র‍্যাংকিংয়ে দু’নম্বরে ভারতীয় দল। কোহলিদের ধারাবাহিক ভালো ফলাফলের কারণে আশাবাদী হওয়া যেতেই পারে।’

 

বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর