অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স কেরি ইংল্যান্ডের জফরা আর্চারের বাউন্সারে রক্তাক্ত হয়েছেন। ইংলিশ তরুণ পেসারের বাউন্সার সরাসরি অসি ব্যাটসম্যান অ্যালেক্স কেরির থুতনির নিচে আঘাত হানে।
বাউন্সারের আঘাতে কেরির হেলমেট মাথা থেকে খুলে যায়। তখন অসি ব্যাটসম্যান বাঁ-হাতে কোনো রকমে হেলম্যাটটি ধরেন, যাতে মাটিতে না পড়ে। তবে জফরার বাউন্সারে অ্যালেক্স কেরির থুতনির নিচে ফেটে যায়। সঙ্গে সঙ্গে রক্ত বের হওয়া শুরু হয়। রক্ত পড়া দেখে তাৎক্ষণিক অস্ট্রেলিয়ান ফিজিওকে মাঠে আসার ইঙ্গিত দেন কেরি।
ফিজিও মাঠে এসে কেরিকে শ্রুশ্রষা দেন এবং ফেটে যাওয়া স্থানে ব্যান্ডেজ করে দেন। এরপর আবারও ব্যাটিং চালিয়ে যান অস্ট্রেলিয়ান এ তারকা ক্রিকেটার।
বিডি প্রতিদিন/১১ জুলাই, ২০১৯/আরাফাত