Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:১৩

দাদুর স্মৃতি

হোসাইন নূর

দাদুর স্মৃতি

ঐযে দেখো আমবাগানে

একটি কুঁড়েঘর,

ভেঙ্গেচুরে বাঁশের খুঁটি

পড়ে আছে খড়।

 

সেই ঘরেতে থাকতো দাদু

খেলতো আমার সাথে,

ঘুম পাড়াতে বলতো আবার গল্পছড়া রাতে।

 

আযান দিলে ওযুর পানি

দিতাম তাকে তুলে,

ঘরটাকে রোজ সাজিয়ে দিতাম

হরেক বুনোফুলে।

 

দাদু আমার চলে গেলো

সকল কিছু রেখে,

দু’চোখতে ঝরে পানি

কবরখানি দেখে।


আপনার মন্তব্য