ওই দেখা যায় ফলবাগানে
কাঠবিড়ালির ছানা,
আমগুলো সব খাচ্ছে বসে
দেখলো আমার নানা।
নানার হাতে লাঠি ছিল
ঢিল ছুড়েছে ওই,
লাফ দিয়েছে কাঠবিড়ালি
কোথায় গেল? কই?
পাশে একটা কাঁঠাল গাছে
বসলো গিয়ে যেই,
বললো নানা আন বন্দুকটা-
গুলি মেড়ে দেই।
পালিয়েছে কাঠবিড়ালি
বন্দুক দেখে ভাই,
বললো হেসে নানা এখন
অন্য কাজে যাই।