কি মজা! কি মজা!
খুশি আর হৈচৈ,
মিষ্টি নিয়ে কুটুম এলো
আনলো সাথে দৈ।
রান্না ঘরে মা করছেন
ইলিশ মাছের ভাজা,
সেই ঘ্রাণেতে মনটা আমার
হচ্ছে তরতাজা।
হাসি গানে দুপুর, বিকেল
কি আনন্দ! কি সুখ!
বিদায়কালে মিষ্টি পানে
কুটুম রাঙায় মুখ।
কি মজা! কি মজা!
খুশি আর হৈচৈ,
মিষ্টি নিয়ে কুটুম এলো
আনলো সাথে দৈ।
রান্না ঘরে মা করছেন
ইলিশ মাছের ভাজা,
সেই ঘ্রাণেতে মনটা আমার
হচ্ছে তরতাজা।
হাসি গানে দুপুর, বিকেল
কি আনন্দ! কি সুখ!
বিদায়কালে মিষ্টি পানে
কুটুম রাঙায় মুখ।