পাপড়ি মেলে হেসে খেলে
উঠছে বেড়ে পদ্ম
জলের ওপর মধ্য দুপুর
পড়ছে যেন গদ্য।
মাথা নাড়ায় পাখা বাড়ায়
জল ফড়িঙে বসে
আদর মেখে ছড়া লেখে
নখের খোঁচায় ঘষে।
রোদের ছায়া চাঁদের মায়া
আদর করে খুব যে!
বায়ুর কোলে পাপড়ি দোলে
অপরূপা রূপ যে।
পাপড়ি মেলে হেসে খেলে
উঠছে বেড়ে পদ্ম
জলের ওপর মধ্য দুপুর
পড়ছে যেন গদ্য।
মাথা নাড়ায় পাখা বাড়ায়
জল ফড়িঙে বসে
আদর মেখে ছড়া লেখে
নখের খোঁচায় ঘষে।
রোদের ছায়া চাঁদের মায়া
আদর করে খুব যে!
বায়ুর কোলে পাপড়ি দোলে
অপরূপা রূপ যে।
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম