শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফেব্রুয়ারি এলেই

মো. জাহিদুল ইসলাম

কৃষ্ণচূড়ার ফুলে ফুলে লাল হয়েছে ডাল

শিমুল পলাশ রক্তজবার বুকেও একই লাল।

রফিক শফিক বরকতেরই রক্তে বুঝি রাঙল

না হলে আর কোথা থেকে এমন রং সে আনল?

ফেব্রুয়ারির একুশ তারিখ বুকের রক্ত মেখে

কৃষ্ণচূড়া পলাশ শিমুল তাঁরাই গেছে এঁকে।

ফুলের বুকে পাতার বুকে আজও তাদের ঘ্রাণ

দিকে দিকে পাখির কণ্ঠে শুনি তাদের গান।

ফেব্রুয়ারি এলেই তারা ফুল হয়ে সব ফোটে

বাংলা মায়ের আকাশজুড়ে আশার সূর্য ওঠে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর