শিরোনাম
শুক্রবার, ১২ মে, ২০২৩ ০০:০০ টা
ছড়ার হাট

কত পথ হেঁটেছি

মানিক চক্রবর্তী

কত পথ হেঁটেছি

কত পথ হেঁটেছি

কত পথ থেমেছি

দেখেছি বাংলার রূপ,

মুগ্ধ নয়নে

অপলক দৃষ্টিতে

বিস্ময়ে হয়েছি চুপ।

 

দেখেছি খালবিল

নদীনালা পুকুর

দেখেছি সবুজ আলপনা,

এঁকেছি কবি

রূপের ছবি

করেছি কত কল্পনা।

 

দেখেছি পাখি

ফুলের মেলা

সাদা বলাকার ভাঁজে,

পেয়েছি আমি

স্বর্গের ঠিকানা

এই প্রকৃতির মাঝে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর