ঘরের মাঝে একা একা
সারাটা দিন কাটে,
মনটা শুধু পড়ে থাকে
সবুজ ঘাসের মাঠে।
বন্দি ফ্ল্যাটে ভাল্লাগে না
মা বাবা যান কাজে,
থাকব এবার গাছে গাছে
ফুলকলিদের মাঝে।
তোমরা যারা খুঁজছো আমায়
দিচ্ছো উঁকি ঝুঁকি,
আড়াল থেকে বলছি হেসে
টুকি-টুকি-টুকি।
ঘরের মাঝে একা একা
সারাটা দিন কাটে,
মনটা শুধু পড়ে থাকে
সবুজ ঘাসের মাঠে।
বন্দি ফ্ল্যাটে ভাল্লাগে না
মা বাবা যান কাজে,
থাকব এবার গাছে গাছে
ফুলকলিদের মাঝে।
তোমরা যারা খুঁজছো আমায়
দিচ্ছো উঁকি ঝুঁকি,
আড়াল থেকে বলছি হেসে
টুকি-টুকি-টুকি।